মৌখিক পরীক্ষা
মৌখিক পরীক্ষায় সাফলের পূবশতঃ
বিসিএসসহ যেকোনো চাকরিতে নিয়োগ বা ক্যারিয়ার গঠনের ক্ষেএে মৌখিক পরীক্ষা আতি ণ্ডরুত্বপূণ বিষয়।প্রথমিক ভাবে লিখিত পরিক্ষা ভাল করলেও নিয়োগপ্রপ্ত বিষয়টি চূরান্ত হয় মৌখিক পরীক্ষার মাধ্যমে।
পেজের সূচিপএঃ
মৌখিক পরীক্ষার মাধ্যমে প্রথীর বুদ্ধি চালচালন আচার আচারন ইত্যাদি সম্পকে সম্যক ধারণা পাওয়া যায়।লিখিত পরিক্ষার ক্ষেএে multiple Choice-এর সুযোগ থাকে এবং চিন্তা ভাবনা করার ও সময় থাকে যে সব সুয়োগ মৌখিক পরীক্ষার ক্ষেএে আদো থাকেনা।মৌখিক পরীক্ষায় সবগুলো প্রশ্নের সঠিক উওর দিতে হবে এটা ভূল কথা।কোনো ব্যক্তির ক্ষেএে জ্ঞানের সকল বিষয় ধারনা রাখা সম্ভব নয়।
- মৌখিক পরিক্ষার দিনের পূবপ্রস্তি ও কিছু টিপসঃ
- নিধারিত সময়ের বেশ কিছু আগেই প্রস্তুতি সেরে ফেলতে হবে।
- প্রয়োজনীয় কাগজ পএ ণ্ডছিয়ে নিতে হবে।
- চুল-নখ দাড়ি-গোঁফ কেটে পরিষ্কার-পরিচ্ছন্ন করে নেওয়া উচিত।
- পোশাক-আশাক পরিষ্কার-পরিচ্ছন্ন হওয়া আবশ্যক।
- নিদিষ্ট সময়ের অন্তত একঘন্টা আগে পরিক্ষা হলে পোঁচ্ছানো উচিত।
পরিক্ষা খারাপ হওয়ার কিছু কারণঃ
- সিদ্ধান্তহীনতায় ভোগা।
- আঞ্চলিক ভাষায় কথা বলা।
- উদ্বিগ্ন হওয়া বা চেহারায় টেনশন ভাব ফুটিয়ে তুলা।
- ইংরেজি ভাষার উপরে পযাপ্ত জ্ঞাণ না থাকা।
- শব্দ চয়ন এবং ব্যাকরণের ভূল বা অপপ্রয়োগ।
উপরে য়া কিছু আলোচনা করা হল তা সবই সাধারণ কথাবাতা।সকলের ক্ষেএে কম বেশি প্রযোজ্য।মূল কথা হল কিভাবে মৌখিক পরিক্ষা বা ভাইভা বোড মোকাবিলা করবে তা প্রাথীকেই কল্পণা করটে হবে।বুদ্ধিমত্তা ধৈযর মাধ্যমে প্রথী সাফল্যজনক ভাবে মৌখিক পরিক্ষার বৈতরণি পার হতে পারেন।
আরো পড়ুনঃ বাক্ বাকুম বাক্ বাকুম পায়রা
বাক্ বাকুম বাক্ বাকুম পায়রা মাথায় দিয়ে টায়রা বউ সাজবে কালকি চড়বে সোনার পালকি। আামপাতা জোড়া জোড়া মারব চাবুক চড়ব ঘোড়া ওরে বাবু সরে দাড়া আসছে আমার পাগলা ঘোরা।পাগলা ঘোড়া ক্ষেপেছে চাবুক ছুরে মেরেছে।
ছড়া
বাক্ বাকুম বাক্ বাকুম পায়রা মাথায় দিয়ে টায়রা বউ সাজবে কালকি চড়বে সোনার পালকি। আামপাতা জোড়া জোড়া মারব চাবুক চড়ব ঘোড়া ওরে বাবু সরে দাড়া আসছে আমার পাগলা ঘোরা।পাগলা ঘোড়া ক্ষেপেছে চাবুক ছুরে মেরেছে।
বাংলা সাত দিনের নাম
শনিবার,রবিবার সোমবার,মঙ্গলবার বুধবার,বৃহস্পতিবার ণ্ডএবার ।
অর্ডিনারি আইটির নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।
comment url