OrdinaryITPostAd

বাংলাদেশ

সুজলা সুফলা শস্য শিমলা আমাদের এই বাংলাদেশ সবুজে ঘেরা পাখির দেখা অপরূপ সৌন্দর্যের কোন শেষ নেই এদেশে   কবির দেশ ,গানের দেশ, পাখির দেশ এরকম নানা  নামে ডাকা হয় এই দেশটিকে দেশে অবারিত ফসলের ক্ষেত মানঘাট প্রকৃতির সৌন্দর্যের মুগ্ধ হয়ে তাই কবি গিয়ে উঠেছেন--



 এমন দেশটি কোথাও খুঁজে পাবে নাকো তুমি

 সকল দেশের রানী সেজে আমার জন্মভূমি   

প্রত্যেকটা মানুষের জীবনে কিছু না কিছু স্বপ্ন থাকে তার মধ্যে একটি হলো ফ্রিল্যান্সার হওয়া আর এই ফ্রিল্যান্সার  হওয়ার স্বপ্ন পূরণ করতে পারে একটি দক্ষ প্রতিষ্ঠান অনেক খোঁজাখুঁজির পর মনে হল আমার কাছে অর্ডিনারি আইটি সেন্টার বেস্ট যেখানে সুশীল প্রশিক্ষণের ব্যবস্থা আছে আবার দক্ষতার সাথে প্রশিক্ষণ শেষ করে কাজ অর্থাৎ ইনকামের ব্যবস্থা করে দেয় যা অন্য কোন প্রতিষ্ঠান দেয় ।
সূচিপত্র

অবস্থান আয়তন

বাংলাদেশ দক্ষিণ এশিয়ার একটি স্বাধীন দেশ এর সীমান্তের অধিকাংশই জুড়ে রয়েছে ভারত আর দক্ষিণ পূর্বে সামান্য অংশ মিয়ানমার আর দক্ষিণে রয়েছে বঙ্গোপসাগর এদেশের আয়তন হলো ১ লক্ষ ৪৭ হাজার ৫৭০ বর্গ কিলোমিটার 


স্বাধীনতা লাভ
১৯৭১ সালে এক রক্ত খই যুদ্ধের মাধ্যমে বাংলাদেশ স্বাধীন হয় এ স্বাধীনতা বাংলার মানুষের জীবনে এক  গৌরব উজ্জ্বল অধ্যায় দীর্ঘদিন ইংরেজদের শাসনে অতিষ্ঠ হয়ে বাংলাদেশে ছিল একেবারে দিশেহারা পলাশীর যুদ্ধের পর ইংরেজরা প্রায় ২০০ বছর রাজত্ব করে এদেশে আর এদের অত্যাচারে অতিষ্ঠ বাংলাদেশের মানুষ ব্রিটিশদের ২০০ বছর রাজত্বের পর আবার শুরু হয় পাকিস্তানের সাথে যুদ্ধ ১৯৪৭ সাল থেকে ১৯৭১ সাল পর্যন্ত সময় অত্যাচারে বাঙ্গালী জাতীয় অতিষ্ট হয়ে গেছিল বাঙালি জাতির প্রতিবাদী হয়ে ওঠে তারা স্বাধীনতা যুদ্ধের জন্য অস্ত্র হাতে তুলে নিয়েছিল অবশেষে বুকের তাজা রক্ত দিয়ে ১৯৭১ সালে এক নতুন সূর্যের দিগন্ত ঘটে  বিশ্ব মানচিত্রে একটি নতুন  স্বাধীন নাম হয় বাংলাদেশ

জনসংখ্যা


জনসংখ্যার দিক দিয়ে বাংলাদের  অবস্থান অষ্টম বর্তমানে দেশটির জনসংখ্যা প্রায় ১৬ কোটি আয়তনের তুলনায় এ  দেশটিতে জনসংখ্যা অনেক বেশি এদেশের বেশি ভাগ মানুষ বাস করে ঢাকায়


ভাষা


বাংলা আমাদের মাতৃভাষা এখানে নানা ধর্মের মানুষ বাস করে যেমন চাকমা, মারমা, লুসায়, বোম, রাখাইয়া ইত্যাদি এদের প্রত্যেকের নিজস্ব ভাষা রয়েছে তবে সবার রাষ্ট্রভাষা বাংলা


ভূপ্রকৃতি


বাংলাদেশ পৃথিবীর বৃহত্তম ব-দ্বীপ এদেশের প্রায় সবটাই সমভূমি তবে সিলেট চট্টগ্রাম পার্বত্য চট্টগ্রাম কিছুটা অংশে পাহাড় রয়েছে এছাড়া রয়েছে স্বতন্ত্র আঁকাবাঁকা নদী

ঋতু বৈচিত্র


বাংলাদেশ ষড়ঋতু দেশ প্রতি দুই মাস পর পর ঋতুর পরিবর্তন হয় একেক ঋতুতে প্রকৃতি একেক রকম সেজে ওঠে প্রতিটি ঋতুর সৌন্দর্য অতুলনীয় এদেশের অপরূপ সৌন্দর্যের মূল কারণ ঋতু বৈচিত্র্য এদেশে গ্রীষ্ম, বর্ষা ,শরৎ, হেমন্ত, শীত ও বসন্ত এই ছয়টি ঋতু বিদ্যমান বৈশাখ মাস থেকে শুরু করে প্রতি দুই মাস অন্তরত ঋতু পরিবর্তন হয়

জনজীবনের বৈচিত্র


বাংলাদেশের রয়েছে নানা ধর্মের ও নানারকম কর্মজীবনের মানুষ  ধর্মের দিক দিয়ে মুসলমান, হিন্দু ,বৌদ্ধ ,খ্রিষ্টান হল প্রধান এছাড়া পেশার ক্ষেত্রে ডাক্তার, ইঞ্জিনিয়ার, কৃষক, কামার ,কুমার  ,তাঁতি ইত্যাদি প্রধান বাঙালি ছাড়া ও নানা ধর্মের মানুষ এ দেশে বাস করে তাদের আছে নিজস্ব জীবনধারণের পদ্ধতি তবে দেশে প্রতিটা মানুষ মিলেমিশে বসবাস করে


অর্থনৈতিক অবস্থা


বাংলাদেশের একটি উন্নয়নশীল দেশ অর্থাৎ সমৃদ্ধ জাতি হিসেবে পরিচিত হওয়া থেকে আমরা অনেক পিছিয়ে আছি তবে আমাদের অর্থনৈতিক অবস্থা খুবই দ্রুত বৃদ্ধি পাচ্ছে এ দেশ মূলত কৃষি প্রধান হলেও এখন বিদেশ থেকে প্রচুর পরিমাণে অর্থ উপার্জন করছে শিল্প  খা থেকে তাছাড়া আমরা প্রশিক্ষিত জনগোষ্ঠী মাধ্যমে প্রচুর বৈদেশিক অর্থ উপার্জন করে থাকি


প্রাকৃতিক সম্পদ


বাংলাদেশ প্রাকৃতিক সম্পদে  সমৃদ্ধ শালী একটি দেশ প্রাকৃতিক গ্যাস আমাদের প্রধান সম্পদ এছাড়াও রয়েছে কয়লা,চুনা পাথর , খনিজ তেল,  আকরিক, চিনামাটি ভূপ্রকৃতির এসব খনি সম্পদ উত্তোলনের মাধ্যমে নাগরিক জীবনী ব্যবহার করা হচ্ছে এছাড়াও বাংলাদেশের তেল ,গ্যাস অনুসন্ধান কমিটি দেশের বিভিন্ন স্থানে অনুসন্ধান চালাচ্ছে

উপসংহার


বাংলাদেশ আমাদের গর্ব অহংকার অনেক আত্মত্যাগের মাধ্যমে আমরা এ দেশকে স্বাধীন করেছি দেশকে আমরা মায়ের মতো ভালোবাসি এদেশে রয়েছে মনোরম প্রকৃতি পাহাড় নদী গাছ পালা বঙ্গোপসাগর এদের সৌন্দর্য  দেশটিকে আরো ফুটিয়ে তুলেছে তাই এ দেশের সৌন্দর্যে সকালে মুগ্ধ হয়

এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

পূর্বের পোস্ট দেখুন পরবর্তী পোস্ট দেখুন
এই পোস্টে এখনো কেউ মন্তব্য করে নি
মন্তব্য করতে এখানে ক্লিক করুন

অর্ডিনারি আইটির নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।

comment url