অর্ডিনারি আইটিতে বাংলা আর্টিকেল লিখে কিভাবে ইনকাম করতে হয় ঃ
প্রত্যেকটা মানুষের জীবনে কিছু না কিছু স্বপ্ন থাকে তার মধ্যে একটি হলো
ফ্রিল্যান্সার হওয়া আর এই ফ্রিল্যান্সার হওয়ার স্বপ্ন পূরণ করতে পারে
একটি দক্ষ প্রতিষ্ঠান অনেক খোঁজাখুঁজির পর মনে হল আমার কাছে অর্ডিনারি আইটি
সেন্টার বেস্ট যেখানে সুশীল প্রশিক্ষণের ব্যবস্থা আছে আবার দক্ষতার সাথে
প্রশিক্ষণ শেষ করে কাজ অর্থাৎ ইনকামের ব্যবস্থা করে দেয় যা অন্য কোন
প্রতিষ্ঠান দেয় ।
পেজের কনটেন্ট সূচিপত্র :
- আর্টিকেল লেখার কোর্স ও সময়
- কোর্স শেষে বাংলা আর্টিকেল লিখে আয়
- বাংলা আর্টিকেল লিখে প্রতি মাসে আয়
- আর্টিকেল লিখে কোর্স করার সুযোগ কারা পাবে
- কোর্স ফি প্রদান করবেন কিভাবে
আর্টিকেল লেখার কোর্স ও সময় ঃ
অর্ডিনারি আইটিতে লেখার কোর্স করার আগে একটি ফরম পূরণ করে জমা দিতে
হয় এরপর প্রথমত আর্টিকেল লিখে আয় করার আগে একটি কোর্স করা হয় আর
এই কোর্সটি হয় ৭ দিনের এই সাত দিনের মধ্যে শেখানো হয় কিভাবে পোস্ট
লিখতে হয় পোস্ট লেখার নিয়ম-কানুন ও কিভাবে পোস্ট জমা দিতে হয়
অর্ডিনারি ওয়েব সাইটে প্রতিদিন ইচ্ছে মতো সময়ে কয়েক ঘণ্টা প্র্যাকটিসের
মাধ্যমে সাত দিনের মধ্যে কোষটি শেষ করতে হয়।
কোর্স শেষে বাংলা আর্টিকেল লিখে আয় ঃ
বাংলা আর্টিকেল লেখা কোর্স টি অনলাইনে করতে হয় এই কোর্সটি সফলভাবে
শেষ হওয়ার পর আইটিতে বাংলা পোস্ট রাইটার হিসেবে নিয়োগ দেওয়া
হয় প্রতি ৭ দিনে ১৪ টি বাংলা পোস্ট লিখে ওয়েবসাইটে জমা দিতে হবে কোন বিষয়ে
লিখতে হবে তা অর্ডিনারি আইটি টিম জানিয়ে দিবে আর এই পোস্ট গুলো ইচ্ছে মত
যেকোনো সময় ও যেখানে ইচ্ছা সেখানে বসে লিখা যাবে একটি স্মার্টফোন বা
কম্পিউটারের মাধ্যমে তবে ইন্টারনেট সংযোগ থাকতে হবে।
বাংলা আর্টিকেল লিখে প্রতি মাসে আয় ঃ
প্রথম মাসে প্রভিশন কালীন ৩০০০ টাকা দ্বিতীয় মাসে দক্ষতা সাপেক্ষে সম্মানি
অনধিক ৮ হাজার টাকা এলিট বাই টার টিমে প্রমোশন পেলে মাসিক
সর্বোচ্চ
বেতন হবে ১৫০০০ টাকা ।
বেতন হবে ১৫০০০ টাকা ।
আর্টিকেল লিখে আয় করার সুযোগ কারা পাবে ঃ
আসন সংখ্যা ফাকা থাকলে যত জন আবেদন করবে সবাইকে কোর্সটি করার
সুযোগ দেওয়া হবে এবং এদের মধ্যে যারা সফল ভাবে কোর্স শেষ করবে
সবাইকে বাংলা পোস্ট রাইটার হিসেবে অর্ডিনারি আইটিতে নিয়োগ দেওয়া
হয়।
কোর্স ফি প্রদান করবেন কিভাবে ঃ
বিকাশ, নগদ,রকেট, মোবাইল ব্যাংকিং একাউন্টের মাধ্যমে কোষ ফি জমা দিতে পারবেন
উপরের আবেদন ফরম পূরণ করে জমা দেওয়ার পর যদি আপনাকে নির্বাচন করে তাহলে
অর্ডিনারি আইটি টিম কোষ ফি জমা নেওয়ার ব্যাপারে আপনার সাথে
যোগাযোগ করবে।
অর্ডিনারি আইটি সেন্টার হল প্রতিটা মানুষের স্বপ্ন পূরণের ভান্ডার
কেননা এই আইটি সেন্টার থেকে প্রশিক্ষণ নিয়ে যেমন একজন দক্ষ
ফ্রিল্যান্সার হওয়া যায় তেমনি শুরু হয় দক্ষ হওয়ার এক নতুন জীবনের
অধ্যায় ।
অর্ডিনারি আইটির নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।
comment url